সিএইচটি নিউজ বাংলা,
২১ মার্চ ২০১৪, শুক্রবার
রাঙামাটির নান্যাচর
উপজেলার বেতছড়ি বাজারে জেএসএস(সন্তু)-এর সশস্ত্র সন্ত্রাসীরা এক ব্যক্তিকে মারধর ও
একটি মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে।
জানা যায়, আজ ২১ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অমর চাকমা জঙ্গীর নেতৃত্বে জেএসএস(সন্তু)-এর একদল সশস্ত্র সন্ত্রাসী বেতছড়ি বাজারে হানা দেয়। এ সময় তারা লোকজনের কাছ থেকে ইউপিডিএফ কর্মীদের খোঁজ করে। পরে ইউডিএফের কাউকে খুঁজে না পেয়ে সন্ত্রাসীরা স্থানীয় বেতছড়ি খামার পাড়ার বাসিন্দা রুনা চাকমার মালিকানাধীন একটি মোটর সাইকেল (ডিসকোভার-১৩৫) আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এছাড়া সন্ত্রাসীরা শ্যামরতন চাকমা নামে এক চা দোকানদারকেও বেদম মারধর করে কপাল ফেঁটে দেয়। তান্ডবলীলার পর সন্ত্রাসীরা আবারো রামহরিপাড়া-কৃষ্ণমা ছড়ার দিকে চলে যায়।