শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩

খাগড়াছড়ির আলুটিলা রিসাং ঝর্ণা থেকে ২ স্কুলছাত্র সহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ !

সিএইচটি নিউজ বাংলা, ১৪ ডিসেম্বর ২০১৩, শনিবার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র আলুটিলা রিসাং ঝর্ণায় বেড়াতে গেলে টহলরত ডিবি পুলিশ খাগড়াছড়ি সদরের স্বনির্ভরের টিউফা আইডিয়াল স্কুলের দুই ছাত্রসহ ৪ জনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। আটককৃতরা হলো-টিউফা আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র রবি রনন চাকমা ও পিংকু ত্রিপুরা, ক্যাফে এভারগ্রীনের কর্মচারী সুমিত্র চাকমা ও জীবন চাকমা।

আজ ১৪ ডিসেম্বর শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, আটককৃতরা চারবন্ধু মিলে আলুটিলার রিসাং ঝর্ণায় বেড়াতে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর একদল ডিবি পুলিশ তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করে। জবাবে তারা তাদের ঠিকানা স্বনির্ভর বলার সাথে সাথে কোন কথাবার্তা ছাড়াই ডিবি পুলিশের দল তাদেরকে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে মাটিরাঙ্গা থানায় নেয়া হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।