সিএইচটি নিউজ বাংলা, ৭
নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম
পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) আগামী ১১ নভেম্বর খাগড়াছড়ি পুরো জেলায় সকাল-সন্ধ্যা সড়ক
অবরোধের ডাক দিয়েছে। এছাড়া ১০ নভেম্বর খাগড়াছড়ির ৮ উপজেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা
দিয়েছে সংগঠনটি।
পূর্ব নির্ধারিত ৯-১০ নভেম্বর
কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন প্রধানমন্ত্রীর সফরের উছিলায় প্রশাসন কর্তৃক অনুমতি না
দেয়ার প্রতিবাদে পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও সাধারণ সম্পাদক বিলাস
চাকমা আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে দেয়া এক যুক্ত বিবৃতিতে উক্ত দু'দিনের কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে তারা প্রতিনিধি সম্মেলন করতে না দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে পিসিপি নেতৃদ্বয়
সংগঠনের পূর্ব নির্ধারিত প্রতিনিধি সম্মেলনকে রুটিন কাজ ও শান্তিপূর্ণ কর্মসূচি অভিহিত
করে আরও বলেছেন, সংগঠনের দেয়াল লিখন মুছে ও বাধাদানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী
চরিত্র উন্মোচিত হয়েছে।
পিসিপি নেতৃদ্বয় হাসিনা
সরকারকে জনসমর্থনহীন, পাহাড়ি জনগণের সাথে প্রতারণাকারী ও বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে
দেয়ার দায়ে অভিযুক্ত করে বেঈমান হিসেবে আখ্যায়িত করেন।
উল্লেখ্য, পিসিপি’র কেন্দ্রীয়
দপ্তর সম্পাদক বিনয়ন চাকমার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলা হয়, গত ২৩-২৪
অক্টোবর পিসিপি কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন পিছিয়ে আগামী ৯-১০ নভেম্বর পরিবর্তিত হয়
এবং যথারীতি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই
দিয়ে প্রশাসন পিসিপি’র সম্মেলন না করতে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে।
-----