সিএইচটি নিউজ বাংলা, ১২ নভেম্বর ২০১৩, মঙ্গলবার
সাজেক প্রতিনিধি : রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার
ভারত সীমান্তবর্তী সাজেক ইউনিয়নের মাচলঙে পাহাড়িদের আপত্তি সত্ত্বেও নবনির্মত থানা
উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। তবে সাজেক এলাকার পাহাড়িরা
স্বরাষ্ট্রমন্ত্রীর উক্ত অনুষ্ঠান বর্জন করেছে।
আজ ১২ নভেম্বর মঙ্গলবার দুপুর আড়াইটায় হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন
খান আলমগীর নবনির্মিত থানা উদ্বোধন করতে সাজেকে পৌঁছান। এরপর তিনি ফিতা কেটে মাচলং পুলিশ ফাঁড়িকে সাজেক থানা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন। উদ্বোধন শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পুলিশ সুপার আমেনা
বেগন, চট্টগ্রাম বিভাগের পুলিশের আইজি মো: নওশের আলী, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন
চাকমা ও আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা নেতা জাফর আলী প্রমুখ।
এদিকে, সাজেক এলাকার পাহাড়িরা স্বরাষ্ট্রমন্ত্রীর
উক্ত অনুষ্ঠান বর্জন করে থানা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি জানিয়ে মানববন্ধন করেছে। স্থানীয়
কোন পাহাড়ি অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি।
এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য বৃষকেতু চাকমা স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে যাবার পথে স্থানীয় পাহাড়িদের রোষানলে পড়েন।
এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য বৃষকেতু চাকমা স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে যাবার পথে স্থানীয় পাহাড়িদের রোষানলে পড়েন।
উল্লেখ্য, এর আগে গত ৩ অক্টোবর উক্ত থানা প্রত্যাহারের
দাবি জানিয়ে এলাকাবাসী রাঙামাটি পুলিশ সুপারের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।
------