সিএইচটি নিউজ বাংলা, ১২
নভেম্বর ২০১৩, মঙ্গলবার
পানছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার
নালকাবায় গতকাল সোমবার দুপুরে আ’লীগ সন্ত্রাসীরা তিনটি দোকান ভাংচুর, লুটপাট ও জিনিসপত্র
তছনছ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গতকাল ১১ নভেম্বর
সোমবার খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার জনসভায় আসার পথে আ’লীগ
সন্ত্রাসীরা নালাকাবায় এ হামলা চালায়। তারা
পূর্ব নালকাবা গ্রামের বিথী বিকাশ চাকমা ও কিরণ চাকমা এবং শুকনাছড়ি গ্রামের সুভাষ চাকমার দোকান
ভাঙচুর ও লুটপাট চালায়।
সন্ত্রাসীরা বিথী বিকাশ
চাকমার দোকান থেকে 7up এর ২৮৮টি খালি বোতল, ৬লিটার ডিজেল ভর্তি একটি ড্রাম,
দোকনের জানালা সহ দোকানের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও দোকানের টিনের চালে ইট-পাটকেল
নিক্ষেপ করে।
সুভাষ চাকমার দোকান থেকে
সন্ত্রাসীরা নগদ ৮শত টাকা ও দোকানের বিভিন্ন জিনিসপত্র লুট করে ও তছনছ করে দেয়।
সন্ত্রাসীরা কিরণ চাকমার
দোকানে একটি শো-কেস ভেঙে দেয়। এছাড়া তারা ১ লিটারের 7up এর বোতল ১২টি, টাইগার বোতল ২৪টি লুট করে নিয়ে যায় এবং দোকানের বিভিন্ন
জিনিসপত্র তছনছ করে দেয়।
-----