সিএইচটি নিউজ বাংলা, ১৫
নভেম্বর ২০১৩, শুক্রবার
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে বাধাদানের অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)
ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা
দায়ের করেছে পুলিশ। গতকাল বৃহষ্পতিবার দুপুরে বিভিন্ন পর্যায়ে এ মামলা দায়ের করা হয়েছে
। মামলারগুলোর মধ্যে খাগড়াছড়ি সদর থানায় ৫টি,
দীঘিনালা থানায় ৪টি, গুইমারা থানায় ২টি, পানছড়ি থানায় ১টি, মহালছড়ি থানায় ১টি, মাটিরাংগা
থানায় ১টি, মানিকছড়ি থানায় ১টি ও লক্ষ্মীছড়ি-১টি রয়েছে বলে জানা গেছে। অধিকাংশ জিআর
মামলায় সরকারী কাজের বাধাদান, ব্রীজের পাটাতন উপড়িয়ে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভয়ভীতি
দেখানো, পুলিশের উপর হামলা ইত্যাদি অপরাধে এসব মামলা রুজু করা হয় । তবে পাহাড়ি ছাত্র
পরিষদ এ মামলা দায়েরের ঘটনাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে এটা সরকারের ফ্যাসিবাদী আচরণ এবং গণতন্ত্রের জন্য চরম হুমকি বলে
মন্তব্য করেছে।
জানা যায়, গত ৯ ও ১০ নভেম্বর
প্রশাসনের অনুমতি চেয়ে ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)
প্রতিনিধি সম্মেলন করতে চাইলে প্রধানমন্ত্রী আগমন উছিলায় প্রশাসন অনুমতি দিতে অপরাগতা
জানায়। পরে সময় অতিবাহিত হওয়ার পর প্রশাসন সম্মেলনের অনুমতি দিলে পিসিপি তা প্রত্যাখ্যান
করে প্রধানমন্ত্রী আগমনের দিন (১১নভেম্বর) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয়। অবরোধের
দিন জেলার বিভিন্ন এলাকায় অবরোধকারী ও নিরাপত্তা বাহিনী সদস্যদের সাথে বিক্ষিপ্ত ঘটনা
ঘটে। এ ঘটনার ৩দিন পর প্রশাসনের সিদ্ধান্তে বিভিন্ন রকম মামলা দায়ের করা হয়েছে ।
খাগড়াছড়ি সদর থানায় দায়েরকৃত
৫টি মামলায় ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা ও অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয়
সভাপতি কণিকা দেওয়ান ও সম্পাদক রীনা দেওয়ান সহ ৩৬ জনের নাম উল্লেখ করে আরো দুই শতাধিক
লোককে অজ্ঞাত আসামী করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ
মোহাম্মদ মিজানুর রহমান জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইন-শৃংখলা বৈঠকের
সিদ্ধান্তক্রমে ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা
হয়েছে ।
-----