শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

গুইমারা ধর্মরক্ষা বিহার থেকে ৩টি বুদ্ধ মুর্তি চুরি, আটক-১

সিএইচটি নিউজ বাংলা, ১ নভেম্বর ২০১৩, শুক্রবার

খাগড়াছড়ি: খাগড়াছড়ি’র গুইমারাতে বুদ্ধ বিহার থেকে চুরি হওয়া ৩টি বুদ্ধ মুর্তিসহ মোঃ সেলিম(৩৫) নামের এক চোরকে আটক করে থানা পুলিশে চোপদ্দ করেছে স্থানীয় জনতা। শুত্রবার সকালে গুইমারা থানার পতাছড়া ধর্মরতিা বিহার এলাকায় ঘটনাটি ঘটে। আটককৃত মোঃ সেলিম কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মৃত শফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, চোর সেলিম ভাঙ্গারী মালের ব্যবসা করতো। শুক্রবার সকাল ১০টার দিকে সে ঐ এলাকায় মাল কিনতে গিয়ে পতাছড়া ধর্মরতিা বিহারে প্রবেশ করে ৩টি বুদ্ধ মুর্তি চুরি করে। পরে পুজা দিতে আসা স্থানীয়রা সেলিম’কে সন্দেহ করে আটক করলে সে চুরিকৃত মুর্তিগুলো ছুরে পেলে দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় তাকে হাতে নাতে আটক করে স্থানীয় পুলিশ সেনাবাহিনী’কে খাবর দিলে তাকে মুর্তিসহ গুইমারা থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় হাফছড়ি ইউপি চেয়ারম্যান উশেপ্রু চৌধুরী জানান, সেলিম নামের এ ব্যাক্তি ভাঙ্গারী মাল ক্রেতা। এ মুর্তিগুলো চুরি করে পালানো চেষ্টা করলে স্থানীয়রা তাকে দেখে আটক করে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইউসুফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত সেলিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মুর্তি চুরির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।