শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

দিঘীনালার নাড়েইছড়িতে একজনকে অপহরণের অভিযোগ

সিএইচটি নিউজ বাংলা, ১৮ অক্টোবর ২০১৩, শুক্রবার

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার নাড়েইছড়িতে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে পানছড়ির পুজগাঙ এলাকার নিলমনি হেডম্যান পাড়ার নন্দ কুমার চাকমার ছেলে রিপন চাকমাকে(২৩) সন্তু  গ্রুপের সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পারিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রিপন চাকমা গতকাল বৃহস্পতিবার (১৭অক্টোবর) তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে নাড়েইছড়ির উগুদোছড়িতে তার শ্বশুর বাড়ি বেড়াতে গেলে সেখান থেকে রাতে সন্তু  গ্রুপের একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে গেছে।

অপহরণের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কি কারণে তাকে অপহরণ করা হয়েছে তা জানা যায়নি।
------