সিএইচটি নিউজ বাংলা, ১৮
অক্টোবর ২০১৩, শুক্রবার
মাটিরাঙ্গা : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার
১০নং রাবার বাগান এলাকায় গতকাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে প্রতীম ত্রিপুরা(২৯) নামে
এক যুবককে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বত্তরা। তার পিতার নাম মংগল্যা ত্রিপুরা। বাড়ি
মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের অনিল কার্বারী পাড়ায়।
জানা যায়, বৃহস্পতিবার
রাত আনুমানিক ১০টার সময় প্রতীম ত্রিপুরা ও অপর দু'জন ১০নং রাবার বাগানের কাসেম ব্রিকফিল্ডের
পাশের দোকানে তাস খেলার পর বেরিয়ে যান। এর ঘন্টা দেড়েক পর পুলিশ লাশ খুঁজতে আসে। তখন
পর্যন্ত স্থানীয় লোকজন কোন কিছুই জানতে পারেনি। পরে পুলিশ ব্রিকফিল্ডের পাশ থেকে ঠিকই প্রতীম
ত্রিপুরার লাশ উদ্ধার করে নিয়ে আসে।
কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা না গেলেও
সেনা-সন্তু মদদপুষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীদের ভাড়াটিয়া দুর্বত্তরা এ ঘটনা ঘটিয়ে
থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। এর আগে উক্ত সন্ত্রাসীরা তাদেরকে সহযোগিতা না
করায় প্রতীম ত্রিপুরাসহ দু'একজনকে হত্যার হুমকি দিয়েছিল বলেও স্থানীয় লোকজন জানিয়েছেন।