শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধের হুমকি

সিএইচটি নিউজ বাংলা, ১৮ অক্টোবর ২০১৩, শুক্রবার

খাগড়াছড়ি: প্রাণীসম্পদ বিভাগের ভেটেরিনারি জ্যেষ্ঠ সহকারী অরুন কান্তি চাকমার বিরুদ্ধে সাজানো মামলা ও ভাইবোনছড়া ইউনিয়নের শতাধিক জনগণের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ার সচেতন নাগরিক কমিটি। 

শনিবারের মধ্যে দাবি মানা না হলে রোববার (২০ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধের হুমকি দেন তারা।

আজ ১৮ অক্টোবর শুক্রবার সকালে শিবমন্দির এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক কমিটির আহ্বাযক রেমং মারমা।

সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ ভাইবোনছড়া সাব জোন কমান্ডারকে বদলির দাবি জানানো হয়।

উল্লেখ্য, ১৪ অক্টোবর রাতে সেনাবাহিনী কর্তৃক মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র গুঁজে দিয়ে অরুন কান্তি চাকমাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে পরদিন এলাকাবাসী খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধ করে ও পরে বিকেলে স্থানীয় পুলিশ ফাঁড়িতে আটকে রাখা অরুণ কান্তি চাকমাকে উদ্দার করে নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করে।

------