সিএইচটি নিউজ বাংলা, ২১
অক্টোবর ২০১৩, সোমবার
লক্ষ্মীছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলাধীন বর্মাছড়ি ক্যাম্পের সেনারা আজ ২১ অক্টোবর সোমবার দুপুরে
স্থানীয় চার নিরীহ ব্যক্তিকে মারধর ও গাছ বহনে বাধ্য করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মারধরের শিকার ব্যক্তিরা
হলেন- দক্ষিণ শুকনাছড়ি গ্রামের আনন্দ চাকমার ছেলে নীতিময় চাকমা(২৫), তনুরাম পাড়ার মৃত
বৈজ্য চাকমার ছেলে গুড়ি মোহন চাকমা(৪০), বিজয় কুমার চাকমার ছেলে কালাধন চাকমা(৪২) ও
চিত্ত কুমার চাকমার ছেলে কালাধন চাকমা(৩০)।
জানা যায়, লক্ষ্মছড়ি সেনা
জোনের অধীন বর্মাছড়ি সেনা ক্যাম্প থেকে জনৈক কমান্ডারের নেতৃত্বে একদল সেনা দুপুর ২টার
দিকে বর্মাছড়ি ইউনিয়নের তনুরাম পাড়া এলাকায় গিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময়
কিছু গাছ আটক করে। এ সময় সেনারা স্থানীয় দোকানে গিয়ে দোকানে বসে থাকা উক্ত চার ব্যক্তিকে
ধরে এনে বেদম মারধর করে। এরপরও ক্ষান্ত না হয়ে সেনারা তাদেরকে আটককৃত গাছগুলো বহনে
বাধ্য করে।
------