মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

ভাইবোনছড়ায় সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তি আটক

সিএইচটি নিউজ বাংলা, ১৫ অক্টোবর ২০১৩, মঙ্গলবার

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার ম্রাসানাই কার্বারী পাড়া থেকে ভাইবোন ছড়া ক্যাম্পের সেনারা অরুণ বিকাশ চাকমা(৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। তিনি ভাইবোনছড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার উক্রাসং মারমার স্বামী। তার পিতার নাম প্রিয় ব্রত চাকমা।

জানা যায়, আজ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় ভাইবোন ছড়া সেনা ক্যাম্প থেকে একদল সেনা অরুণ বিকাশ চাকমার বাড়ি ঘেরাও করে। এ সময় সেনারা তার বাড়ি তল্লাশি চালায় এবং একটি আলমারি ভেঙে দেয়। সেনারা তার মুরগী রাখার ঘরে একটি ভাঙাচোরা এলজি নিজেরা রেখে দিয়ে সেটি উদ্ধার করে তাকে আটক করে নিয়ে যায়। পরে তাকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। বর্তমানে তাকে সেখানে আটক রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে রাত ৮টা থেকে সেনারা পাগজ্যাছড়ি, শান্তিপুর, কিলোমিটার সহ বিভিন্ন জায়গায় গাড়িতে তল্লাশি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর রাতেই তারা এ আটকের ঘটনা ঘটায়।

এলাকার লোকজন তাকে ছেড়ে দেয়ার দাবিতে রাস্তায় গাছ ফেলে পুলিশ ফাঁড়ি ঘিরে রেখেছে বলে জানা গেছে।
------