রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী থানা শাখার কাউন্সিল সম্পন্ন

সিএইচটি নিউজ বাংলা, ১৩ অক্টোবর ২০১৩, রবিবার

কাউখালী(রাঙামাটি): “দালাল প্রতিক্রিয়াশীলদের আন্দোলন বিরোধী চক্রান্ত সম্পর্কে সচেতন হোন, হামলা-ভূমি বেদখল ও সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন”- এই শ্লোগানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কাউখালী থানা শাখার ৩য় কাউন্সিল ও হিল উইমেন্স ফেডারেশনের ১ম কাউন্সিল যৌথভাবে আজ ১৩ অক্টোবর রবিবার রাঙামাটির কাউখালীতে সম্পন্ন হয়েছে।

কাউন্সিল উপলক্ষে আজ রবিবার সকাল ১১টায় কাউখালী উপজেলা খেলোয়াড় সমিতি মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক কংচাই মারমা। সমাবেশে আরো বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি চন্দ্রদেব চাকমা, ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কাউখালী উপজেলা ইউনিটের সংগঠক আপ্রুসি মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও হিল উইমেন্স ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক এচিং মারমা । কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব ভোপা মারমা সমাবেশ পরিচালনা করেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত-নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ধ্বংস করে দেয়ার জন্য কিছু স্বার্থলোভী দালাল উঠেপড়ে লেগেছে। জাতীয় রাজনীতির নামে তারা নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে।

বক্তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তথাকথিত জাতীয় রাজনৈতিক দলের লেজুরবৃত্তি, দালালি পরিহার করে পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত-নির্যাতিত জুম্ম জাতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউপিডিএফের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, ছাত্র সমাজ ও নারী সমাজকে বিপথে পরিচালিত করে আন্দোলন বিমূখ করার জন্য শাসকগোষ্ঠি নানা চক্রান্ত্ম চালিয়ে যাচ্ছে। এসব চক্রান্ত বিষয়ে সজাগ ও সতর্ক থেকে সকল ধরনের নিপীড়ন-নির্যাতন বিরদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার জন্য বক্তারা ছাত্র ও নারী সমাজের প্রতি আহ্বান জানান।

সমাবেশের পর কাউন্সিল অধিবেশনের মাধ্যমে পৃথক পৃথকভাবে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী থানা শাখা কমিটি ঘোষণা করা হয়।

পাহাড়ি ছাত্র পরিষদের ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে কংচাই মারমাকে সভাপতি, ভোপা মারমাকে সাধারণ সম্পাদক ও সুজু চাকমাকে সাংগঠনিক সম্পাদক এবং হিল উইমেন্স ফেডারেশনের ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে মেমোরি চাকমাকে সভাপতি, রেনুচিং মারমাকে সাধারণ সম্পাদক ও যমুনা চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
-----