সিএইচটি নিউজ বাংলা, ১৬ মে ২০১৩, বৃহস্পতিবার
বান্দরবান : বান্দরবানে ট্রাক উল্টে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু
হয়েছে। এসময় আরো ৩০ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার রাতে (৯টায়) জেলা সদরের রেইছায় নিয়ন্ত্রন হারিয়ে ইট বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই সুজন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৩০ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে স্থানীয় লোকজনরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। পরে অবস্থার অবনতি দেখে আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে আশঙ্কা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এরা হলেন- দেলোয়ার, শাহাদাত, কালাম, ছিদ্দিক, শাহ আলম।
জানাগেছে, ইট বোঝাই ট্রাকটিতে প্রায় ৪০ জন শ্রমিক ছিল। শ্রমিকরা মালিকদের হিসাবপত্র দেনা-পাওয়া বুঝিয়ে দিয়ে নোয়াখালী নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য ট্রাকযোগে চট্টগ্রাম যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার রাতে (৯টায়) জেলা সদরের রেইছায় নিয়ন্ত্রন হারিয়ে ইট বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই সুজন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৩০ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে স্থানীয় লোকজনরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। পরে অবস্থার অবনতি দেখে আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে আশঙ্কা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এরা হলেন- দেলোয়ার, শাহাদাত, কালাম, ছিদ্দিক, শাহ আলম।
জানাগেছে, ইট বোঝাই ট্রাকটিতে প্রায় ৪০ জন শ্রমিক ছিল। শ্রমিকরা মালিকদের হিসাবপত্র দেনা-পাওয়া বুঝিয়ে দিয়ে নোয়াখালী নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য ট্রাকযোগে চট্টগ্রাম যাচ্ছিলেন।