সোমবার, ২০ মে, ২০১৩

পানছড়ির ধুধুক ছড়া থেকে অপহৃতদের মুক্তি দিয়েছে সন্তু গ্রুপ

সিএইচটি নিউজ বাংলা, ২০ মে ২০১৩, সোমবার
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ধুধুকছড়া থেকে সন্তু গ্রুপ কর্তৃক অপহৃত পিসিপি’র ৪০ জন কর্মী-সমর্থককে ছেড়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ ২০ মে সোমবার সকালে পিসিপি’র দুই যুগ পূর্তি অনুষ্ঠানে খাগড়াছড়ি আসার পথে ধুধুকছড়া মার্মা পাড়ার কাছে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা গাড়ি বহরে ব্রাশ ফায়ার করলে দু’জন আহত হয়। এ সময় সন্ত্র্রাসীরা গাড়িতে থাকা ৩৬ জন ও ৪ মোটর সাইকেল চালকসহ ৪০ জনকে অপহরণ করে নিয়ে যায়। এর মধ্যে ১৩ জনকে সকাল ১১টার দিকে ছেড়ে দেয়া হলেও বাকী ২৭ জনকে ছেড়ে দেয়া হয়নি।

সারাদিন আটকে রাখার পর এলাকাবাসীর চাপের মুখে সন্ধ্যায় উক্ত ২৭ জনকে ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।  তবে সন্ত্রাসীরা তাদের উপর শারিরীক নির্যাতন চালিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অপহৃতদের এক আত্মীয় জানিয়েছেন। কিছুক্ষণ আগে অপহৃতদের মধ্যে থেকে ৬ জন নিজ বাড়িতে পৌঁছেছে বলে তিনি নিশ্চিত করেছেন।