সিএইচটি নিউজ বাংলা, ২২
এপ্রিল ২০১৩, সোমবার
গুইমারা: খাগড়াছড়ির রামগড়
উপজেলার গুইমারা থানাধীন বড়পিলাক এলাকায় আজ ২২ এপ্রিল সোমবার সকাল ১১টার দিকে সেটলাররা
কলেন্দ্র ত্রিপুরা(১৯) নামে এক পাহাড়ি যুবককে মারধর ও গলাটিপে হত্যার চেষ্টা চালিয়েছে
বলে খবর পাওয়া গেছে। সে সিন্দুকছড়ি বাজার পাড়ার খগেন্দ্র ত্রিপুরার ছেলে।
ঘটনার বিবরণে
জানা যায়, বড় পিলাক এলাকায় বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ করে সেটলাররা আজ সোমবার সকালে
জালিয়া পাড়ায় বিক্ষোভ মিছিল বের করে। এই মিছিলে যোগদান করতে আসার পথে বড় পিলাক এলাকায়
কলেন্দ্র ত্রিপুরাকে নাগাল পেয়ে সেটলাররা তাকে মারধর করে ও গলাটিপে ধরে হত্যার চেষ্টা
চালায়। এ সময় কলেন্দ্র ত্রিপুরা খাগড়াছড়ি থেকে নিজ বাড়ি সিন্দুকছড়িতে যাচ্ছিলেন। পরে
তার পরিচিত সিন্দুকছড়ির মো: আলম এসে তাকে রক্ষা করেন।
-----