সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

আগামী ২৪ এপ্রিল খাগড়াছড়ির কমলছড়ি মৌজায় বসতঘর নির্মাণের হুমকি দিয়েছে সেটলাররা

সিএইচটি নিউজ বাংলা, ২২ এপ্রিল ২০১৩, সোমবার
খাগড়াছড়ি জেলা সদরের ২৬৩ নং কমলছড়ি মৌজায় পাহাড়িদের দখলীয় ভূমিতে আগামী ২৪ এপ্রিল বসতঘর নির্মাণের হুমকি দিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসককে চিঠি দিয়েছে সেটলাররা।

চিঠিতে বলা হয়,... “পুনর্বাসিত ভূমি রক্ষা কমিটি” পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ এর মাধ্যমে আমাদের আনুমানিক ৪২২(চারশত বাইশ) পরিবার মানবেতর জীবন-যাপন করা থেকে মুক্ত জীবনে তথা গুচ্ছগ্রাম থেকে আমাদের নিজ নিজ ভূমিতে বসবাসের নিমিত্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

গ্রুপ লিডার মো: আজগর আলী ও মো: রস্তম আলীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘আমরা ৭৬ পরিবার তথা বর্তমানে আনুমানিক ৪২২(চারশত বাইশ) পরিবার আগামী ২৪ এপ্রিল তারিখে আমাদের নিজ নিজ জমিতে বসত ঘর নির্মাণ করিব।’
চিঠিতে জেলা প্রশাসনেরও সহযোগিতা চাওয়া হয়েছে।

সেটলারদের এ চিঠির প্রেক্ষিতে কমলছড়ি মৌজায় বসবাসরত পাহাড়িরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উক্ত তারিখে সেটলাররা পাহাড়িদের জায়গায় বসতঘর নির্মাণ করতে গেলে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।