সিএইচটি নিউজ বাংলা, ২৮
মার্চ ২০১৩, বৃহস্পতিবার
খাগড়াছড়ির রামগড় উপজেলার কালাপানি এলাকায় গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ
দিতে বিদ্যালয়ে যাবার পথে হাফছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর এক পাহাড়ি
স্কুল ছাত্রীকে(৮) ধর্ষণের প্রতিবাদে ও গ্রেফতারকৃত ধর্ষক মো: বেলাল হোসেনের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন
আজ ২৮ মার্চ বৃহস্পতিবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সকাল ১০টায় জেলা সদরের
স্বনির্ভর হতে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নারাঙহিয়া রেড স্কোয়ার, উপজেলা ও চেঙ্গী
স্কোয়ার হয়ে মহাজন পাড়া প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে এক প্রতিবাদ সমাবেশ করে। এতে
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক
অংকন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মিশু চাকমা
বক্তব্য রাখেন।
অংকন চাকমার তার বক্তব্যে
বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যে স্কুল ছাত্রীটি বাসা থেকে বের
হয়েছিল পথিমধ্যে হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো: বেলাল হোসেন তাকে একা পেয়ে জোরপূর্বক
ধর্ষণ করে। রাষ্ট্র শিশুটিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, মা-বোনদের
ইজ্জত রক্ষা তথা তাদের জানমালের নিরাপত্তা দিতে রাষ্ট্র যে
ব্যর্থ তা এই ধর্ষণের ঘটনার মাধ্যমে তা আবারো প্রমাণিত হয়েছে।
মিশু চাকমার বলেন, আমাদের
শিশু ও মা-বোনেরা আজ কোথাও নিরাপদ নয়। তারা ঘরে যেমন নিরাপদ নয় তেমনি স্কুল-কলেজ কিংবা
জল আনতে বা গরু চড়ানো সব ক্ষেত্রে নারীর নিরাপত্তা আজ বিপন্ন।
তিনি বলেন, কেবল অপরাধীকে
গ্রেফতার করলেই হবে না। অপরাধী যেন আইনের ফাঁক-ফোকড় দিয়ে পার না পায় সেজন্য আইনের কঠোর
প্রয়োগ করতে হবে।
তিনি বেলাল হোসেনের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানিয়ে বলেন, তাকে এমন শাস্তি দেয়া হোক যাতে আর কোন মানুষরূপী নরপশুরা
দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। তিনি ধর্ষণের শিকার শিশুটির সুচিকিৎসা
নিশ্চিত করার দাবি করেন।
এছাড়া তিনি গত ২৬ মার্চ
চট্টগ্রাম শেরশাহ এলাকা থেকে ক্রাইঞোরি মারমা নামে এক মারমা নারীকে একটা অপরাধী চক্র
কর্তৃক অপহরণের উদ্বেগ প্রকাশ করে তাকে উদ্ধারের জন্য ও প্রশাসনের নিকট জোর দাবি জানান।
সমাবেশ শেষে চেঙ্গী স্কোয়ার
থেকে আবারো মিছিলটি স্বনির্ভরে এসে শেষ হয়।