সিএইচটি নিউজ বাংলা, ২৭ মার্চ ২০১৩, বুধবার
খাগড়াছড়ি: খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম
দিয়েছে খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।
আজ ২৭ মার্চ বুধবার দুপুর ১২টায় খাগড়াছড়ি কলেজের শহীদ মিনারে সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই আলটিমেটাম দেয় তারা।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে গঠিত ‘শিক্ষার্থী অধিকার মঞ্চ’র আহ্বায়ক সোনায়ন চাকমা, সদস্য সচিব অরিন্দম দাশ প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, বিগত দিনগুলোতে খাগড়াছড়ি সরকারি কলেজের পরীক্ষার্থীরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিতে গিয়ে নানা সমস্যা ও হয়রানির শিকার হয়েছে। সামরিক এ এলাকায় পরীক্ষা দিতে শিক্ষার্থীদের নানা নিয়ম-কানুন মেনে চলতে বাধ্য করা হয়।
প্রশাসন পরীক্ষা কেন্দ্র হিসেবে অনুমোদন পায়নি এমন একটি প্রতিষ্ঠান আঁতাত করে নির্বাচন করেছে এমন অভিযোগ করে বক্তারা।
ফলে অনুমোদনহীন এমন পরীক্ষা কেন্দ্রে সামরিক নিয়ম-কানুন মেনে পরীক্ষা দিতে তারা অস্বস্তিবোধ করেন বলে জানায় তারা।
বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে যদি খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৩ সালের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের নির্দেশনা না আসলে তাহলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারি দেওয়া হয়।
আজ ২৭ মার্চ বুধবার দুপুর ১২টায় খাগড়াছড়ি কলেজের শহীদ মিনারে সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই আলটিমেটাম দেয় তারা।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে গঠিত ‘শিক্ষার্থী অধিকার মঞ্চ’র আহ্বায়ক সোনায়ন চাকমা, সদস্য সচিব অরিন্দম দাশ প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, বিগত দিনগুলোতে খাগড়াছড়ি সরকারি কলেজের পরীক্ষার্থীরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিতে গিয়ে নানা সমস্যা ও হয়রানির শিকার হয়েছে। সামরিক এ এলাকায় পরীক্ষা দিতে শিক্ষার্থীদের নানা নিয়ম-কানুন মেনে চলতে বাধ্য করা হয়।
প্রশাসন পরীক্ষা কেন্দ্র হিসেবে অনুমোদন পায়নি এমন একটি প্রতিষ্ঠান আঁতাত করে নির্বাচন করেছে এমন অভিযোগ করে বক্তারা।
ফলে অনুমোদনহীন এমন পরীক্ষা কেন্দ্রে সামরিক নিয়ম-কানুন মেনে পরীক্ষা দিতে তারা অস্বস্তিবোধ করেন বলে জানায় তারা।
বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে যদি খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৩ সালের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের নির্দেশনা না আসলে তাহলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারি দেওয়া হয়।