শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৩

কল্পনা চাকমা অপহরণ বিষয়ে সিআইডি তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে ঢাকায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত


সিএইচটি নিউজ বাংলা, ১১ জানুয়ারি ২০১৩, শুক্রবার
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণ বিষয়ে সিআইডি'র চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে আজ ১১ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকায় এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছেহিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোল টেবিল বৈঠক মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত "চিহ্নিত কল্পনা চাকমা অপহরণকারীদের রক্ষার্থে সিআইডি প্রণীত চূড়ান্ত রিপোর্ট প্রত্যাখ্যান ও গণতান্ত্রিক অধিকার আদায়" শীর্ষক গোলটেবিল বৈঠকে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, ব্যারিষ্টার সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মানস চৌধুরী, জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি আলবার্ট সরেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম ও কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা প্রমুখহিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংস্কৃতি সম্পাদক এচিং মারমা বৈঠকে প্রারম্ভিক বক্তব্য রাখেন

বৈঠকে অধ্যাপক আকমল হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এক জাতি রাষ্ট্র নয়স্বাধীনতার ৪০ বছর পরও এ দেশ একটি বহুজাতিক রাষ্ট্রে পরিণত হতে পারেনিফলে এদেশে সংখ্যালঘু প্রান্তিক জাতিগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেতিনি কল্পনা চাকমা অপহরণের তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে হিল উইমেন্স ফেডারেশনের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন

আমেনা মহসিন বলেন, পৃথিবীর সামরিকায়িত অঞ্চলের মধ্যে পার্বত্য চট্টগ্রামের জনগণ সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হচ্ছেতিনিও কল্পনা চাকমা অপহরণ বিষয়ে সিআইডির রিপোর্ট প্রত্যাখ্যান করেন এবং হিল উইমেন্স ফেডারেশনের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন

ব্যারিস্টার সারা হোসেন বলেন, কল্পনা চাকমা অপহরণ বিষয়ে যদি পুনরায় সরকারী তদন্ত কমিটি গঠন করা হয় সে কমিটির রিপোটও যে একই পরিণতি হবে না তার কোন নিশ্চয়তা নেইকারণ সরকারই এ ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেকাজেই কল্পনা চাকমা অপহরণের সঠিক তথ্য অনুসন্ধানের জন্য স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন

এছাড়া বক্তাগণ কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন

গোল টেবিল বৈঠকে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সংবাদ কর্মী শিশির মোড়ল, নাট্য কর্মী বন্যা মির্জা, ব্যারিষ্টার সাদিয়া আরমান, সাইদিয়া গুলরুখ, হানা শামস, সাবেক হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কবিতা চাকমা, বর্তিকা চাকমা ও সমারি চাকমাসহ শতাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।#