শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

শহীদ রূপক চাকমার ১১তম মৃত্যুবার্ষিকী পালিত


সিএইচটি নিউজ বাংলা, ২১ সেপ্টেম্বর ২০১২, শুক্রবার
পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনের একনিষ্ট কর্মী শহীদ রূপক চাকমার ১১তম মৃতুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছেআজ ২১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭টায় নারাঙখিয়াস্থ রেডস্কোয়ারে অবস্থিত শহীদ রূপক চাকমার আবক্ষ মূর্তির পাদদেশে ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ), বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন সহ জনগণের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ রূপক চাকমার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ইউপিডিএফ-এর খাগড়াছড়ি সদর উপজেলা ইউনিটের প্রধান সংগঠক প্রদীপ চাকমা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন

তিনি বলেন, রূপক চাকমা পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে নিজেকে উৎসর্গ করেছেনতিনি পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলনে একজন একনিষ্ট ও সাচ্চা কর্মি ছিলেনসন্তু চক্র তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেএসব হত্যাকান্ডের জন্য সন্তু লারমাকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে

তিনি রূপক চাকমার আদর্শকে উর্ধ্বে তুলে ধরে পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার জন্য ছাত্র সমাজ সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান

উল্লেখ্য, রূপক চাকমা বিগত ২০০১ সালে ইউপিডিএফ-এর পক্ষে  নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে পানছড়ি উপজেলার পুজগাঙের মধুমঙ্গল পাড়ায় সন্তু চক্রের সশস্ত্র হামলায় নিহত হনতিনি পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলনে একজন একনিষ্ট কর্মী ছিলেন