সিএইচটি নিউজ বাংলা, ২০ সেপ্টেম্বর ২০১২, বৃহস্পতিবার
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার কবাখালী ইউনিয়নের নালকাটা গ্রামে পাহাড়ি
গৃহবধুকে ধর্ষণকারী মো: আজাহার আলীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির
দাবিতে ইউপিডিএফভুক্ত তিন সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও
পাহাড়ি ছাত্র পরিষদের ডাকে আজ ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিঘীনালা উপজেলায়
সকাল-সন্ধ্যা
সড়ক ও নৌপথ অবরোধ চলছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর
আনুমানিক ২টার সময় বাড়ির পাশ্ববর্তী টিলা থেকে গরু আনতে গেলে উত্তর শান্তিপুর
গ্রামের গফুর আলী পিসির ছেলে মো: আজাহার আলী কর্তৃক ঐ গৃহবধু ধর্ষণের শিকার
হয়। তাকে প্রথমে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খাগড়াছড়ি সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রহবধুর স্বামী আজাহার
আলীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে দিঘীনালায় থানায় মামলা করলেও পুলিশ
এখনো ধর্ষণকারীকে গ্রেফতার করতে পারেনি।