বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪

সাবধান সামনে সেনানিবাস!

সিএইচটি নিউজ বাংলা, ১৬ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার

ছবি সৌজন্যে: সিএইচটিনিউজ.কম

"সাবধান সামনে সেনানিবাস। এই পয়েন্টের পরে কোন ধরনের সভা, সমাবেশ, মিছিল মাইকিং করা নিষেধ"

এটি খাগড়াছড়ি জেলার গুইমারায় সেনাবাহিনীর টাঙানো একটি সাইনবোর্ড। গত ১৪ অক্টোবর মঙ্গলবার বিকালের 
দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা টাউন হলের সামনে এই সানবোর্ডটি টাঙানো হয়। যে স্থানে এই সাইনবোর্ডটি টাঙানো হয় সেখান থেকে আধ কিলোমিটার পরেই গুইমারা বাজার। অর্থা সাইনবোর্ডে যে পয়েন্টের কথা বলা হয়েছে সেটা গুইমারা বাজার বা সদর এলাকাকেই বুঝানো হয়েছে।

মূলত গুইমারা বাজার এলাকায় মিছিল-মিটিং, সভা-সমাবেশে বাধা প্রদান করতেই সেনাবাহিনীর এই সাইনবোর্ড লাগানো হয়েছে তাতে কোন সন্দেহ নেই। কারণ গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে গিয়ে সংগঠনগুলোকে গুইমারা বাজার এলাকাকেই ব্যবহার করতে হয়।

মিছিল-মিটিং, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সেনাবাহিনীর এই সাইনবোর্ডকে গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ করার একটা অপকৌশল বলে মনে করছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।

সূত্র: সিএইচটিনিউজ.কম