মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪

মাটিরাঙ্গায় গ্রাম প্রধান সহ ৩ গ্রামবাসীকে আটক করেছে সেনাবাহিনী

সিএইচটি নিউজ বাংলা, ৮ জুলাই ২০১৪, মঙ্গলবার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হরিধন মগ পাড়া ও পূর্ব খেদারাছড়া গ্রাম থেকে সেনাবাহিনী এক গ্রাম প্রধান সহ ৩ নিরীহ গ্রামবাসীকে আটক করেছে। আটককৃতরা হলেন হরিধন মগপাড়ার পাড়া প্রধান(কার্বারী) মংশি প্রু মারমা(৩৭) পিতা-মংহ্লা প্রু মারমা ও পূর্ব খেদারাছড়ার আঁউস্যে মনি চাকমা(৩৫), পিতা- লক্ষ্মী মোহন চাকমা ও ভূট্টো চাকমা(২৩) পিতা-রামচন্দ্র চাকমা(রাম্যা)।জানা যায়, গত ৬ জূলাই মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা এলাকা থেকে ৪ জন নির্মাণ শ্রমিক নিঁখোজ হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নিঁখোজ শ্রমিকদের উদ্ধারের নামে মাটিরাঙ্গা সেনা জোন থেকে একদল সেনা আজ ৮ জুলাই মঙ্গলবার সকাল ৯টার দিকে হরিধন মগ পাড়া ও পূর্ব খেদারাছড়া গ্রামে হানা দেয়। এ সময় সেনারা নিজ নিজ বাড়ি থেকে মংশি প্রু মারমা, আঁউস্যে মনি চাকমা ও ভুট্টো চাকামকে আটক করে নিয়ে যায়। তবে কি কারণে তাদেরকে আটক করা হয়েছে তা জানা যায়নি।