সিএইচটি নিউজ বাংলা, ১৬ জুন ২০১৪, সোমবার
দীঘিনালার বাবুছড়ায় পাহাড়ি গ্রামবাসীদের উপর বিজিবি, পুলিশ ও সেটলারদের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে গতকাল রবিবার ইউপিডিএফের সহযোগী তিন সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের আধাবেলা সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। খাগড়াছড়ি, গুইমারা ও মানিকছড়ি থানায় এসব মামলা দায়ের করা হয়।
আজ সোমবার সকালে খাগড়াছড়ি থানায় দায়েরকৃত মামলায় ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের ২২ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
অপরদিকে, জেলার গুইমারা ও মানিকছড়িতে অবরোধ চলাকালে ভাঙচুরের অভিযোগ করে ১৫ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
————–
অপরদিকে, জেলার গুইমারা ও মানিকছড়িতে অবরোধ চলাকালে ভাঙচুরের অভিযোগ করে ১৫ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
————–