বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪

মহালছড়ির সিন্দুকছড়িতে ২ পাহাড়ি যুবককে আটক করেছে সেনাবাহিনী

সিএইচটি নিউজ বাংলা, ১৯ জুন ২০১৪, বুধবার

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের গোঁয়েইছড়ি গ্রাম থেকে বুধবার দিবাগত রাতে ২ পাহাড়ি যুবককে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন- নিহার বিন্দু চাকমা (২০) পিতা আজীবন চাকমা ও ছয়ন চাকমা (২১) পিতা- লঙ্কেশ্বর চাকমা।

জানা যায়, সিন্দুকছড়ি জোনের একদল সেনা সদস্য বুধবার দিবাগত রাত আনুমানিক ১:১৫টার সময় সিন্দুকছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোঁয়েইছড়ি গ্রামে যায়। সেখানে যাওয়া পর সেনারা ওয়ার্ড মেম্বার নীল কুমার চাকমা (৪৫) পিতা লশিষ্ট মুনি চাকমা ও  সমীরণ চাকমা (২৮) পিতা- মঙ্গল কুমার চাকমা-এর বাড়ি তল্লাশি চালায়। এরপর চলে যাবার সময় সেনারা স্থানীয় চঞ্চল কার্বারীর দোকান থেকে নিহার বিন্দু চাকমা ও ছয়ন চাকমাকে আটক করে নিয়ে যায়। এ সময় তারা ওই দোকানে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। তাদেরকে আটকের কারণ জানা যায়নি।

সেনারা স্থানীয় মেম্বার নীল কুমার চাকমাকে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সিন্দুকছড়ি জোনে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে গেছে। সূত্র: সিএইচটিনিউজ.কম
----------