সিএইচটি নিউজ বাংলা, ৭ জুন ২০১৪
বান্দরবানের রোয়াংছড়িতে অংজাই
পাড়ার মংক্যহ্লা মারমার মেয়ে উপ্রু মারমা(২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে
পুলিশ।
নিহত উপ্রু মারমা ব্র্যাকের
স্বাস্থকর্মী ও স্থানীয় আনন্দ স্কুলের শিক্ষিকা বলে জানা গেছে।
আজ ৭ জুন শনিবার সকালে ব্যাঙছড়ি
এলাকার জঙ্গলের একটি খাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা
হয়েছে বলে ধারণা করছে পুলিশ।