সিএইচটি নিউজ বাংলা, ২৭ মে ২০১৪
বিলম্বে পাওয়া খবরে জানা যায়, মো: জামাল প্রতিবছরের ন্যায় এ বছরও আনারস ব্যবসার জন্য নোয়াখালী হতে নান্যাচরে চলে আসে। সে বরাবরের মতোই নানাপ্রম গ্রামের মঙ্গল কুমার চাকমার বাড়িতে অবস্থান করছিল। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার সময় মো: জামাল আনারসের বাগান দেখে আসার পথে মদ খেয়ে মাতাল অবস্থায় ভিকটিমের বাড়িতে উঠে। এ সময় তার বাবা-মা বাড়ির বাইরে থাকায় ভিকটিম ওই কিশোরী একাই বাড়িতে ছিলেন। এ সুযোগে মো: জামাল ওই কিশোরীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ওই কিশোরী লাঠি দিয়ে প্রতিরোধ করলে মো: জামালও তাকে গালে চড় দিয়ে জব্দ করার চেষ্টা করে। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই কিশোরীর চিৎকার শুনে আশে-পাশের লোকজন ছুটে এসে মো: জামালকে হাতেনাতে ধরে ফেলে। এরপর এলাকার লোকজন মো: জামালকে ওই এলাকায় অবস্থানরত জেএসএস সন্তু গ্রুপের সদস্যদের হাতে তুলে দেয়। ঘটনা বিস্তারিত জানার পর সন্তু গ্রুপের সদস্যরা মো: জামালকে ১ লাখ টাকা জরিমানা ধার্য করে ১৫ দিনের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়ে ছেড়ে দেয় বলে এলাকার সূত্রে জানা গেছে। তবে ভিকটিমের ক্ষতিপূরণ বিষয়ে তারা কোন কথা বলেননি। এ ব্যাপারে থানায়ও কোন অভিযোগ দাখিল করা হয়নি।