সিএইচটি নিউজ বাংলা, ২৬ ফেব্রুয়ারী ২০১৪,
বুধবার
কমলছড়ির
হামলার রেশ কাটতে না কাটতে খাগড়াছড়ির উপর বেতছড়ি গ্রামে আজ ২৬ ফেব্রুয়ারী বুধবার
সকালে সেটলার বাঙালিরা হামলা চালিয়েছে। এত সেটলারদের ইটের আঘাতে বিশ্বজিৎ চাকমা নামে একজন ডান চোখে সামান্য আঘাতপ্রাপ্ত
হয়েছে বলে জানা গেছে। জানা গেছে। এছাড়া সেটলাররা সেখানে অবস্থিত একটি বৌদ্ধ
বিহারেও হামলা চালায়।
জানা
গেছে, গতকাল মঙ্গলবার গরু চরাতে যাওয়া এক সেটলার হারিয়ে গেছে এই অজুহাতে সেটলাররা
জড়ো হয়ে আজ সকালে বেতছড়ি পাড়ায় যায়। পরে তারা পাহাড়িদের উপর হামলা শুরু করে।
পাহাড়িরাও সংঘবদ্ধ হয়ে প্রতিরোধের চেষ্টা করে। এক পর্যায়ে সেটলাররা চৈত্য আদর্শ
বিহারে হামলা চালিয়ে বিহারের থালা-বাসন ও ভিক্ষুদের ব্যবহৃত চাবেক সহ বিভিন্ন
জিনিষপত্র ভাংচুর করে। এ
সময় সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলাকারীদের বাধা না দিয়ে তাদের
সহযোগিতা দিয়েছে বলে
এলাকাবাসী অভিযোগ করেছেন।
অপরদিকে,
সেটলারদের অপর একটি দল সকাল ১০টার দিকে বেতছড়িমুখ পাড়ায় হামলা চালায়। এ সময়
পাহাড়িরা ভয়ে পালিয়ে গেলে সেটলাররা পাহাড়িদের দু’টি বাড়িতে ভাংচুর ও লুটপাট
চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যাদের বাড়িতে লুটপাট চালানো হয় তারা হলেন, যুদ্ধ
রঞ্জন চাকমা ও বড়চোগা চাকমা।
উল্লেখ্য, গতকাল
মঙ্গলবার দুপুরে সেটলাররা কমলছড়িতে পাহাড়িদের উপর হামলা চালিয়ে ২ পাহাড়িকে গুরুতর
আহত করে। সূত্র: সিএইচটি২৪.কম