সিএইচটি নিউজ বাংলা, ২২
নভেম্বর ২০১৩, শুক্রবার
রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ির
রামগড় উপজেলার তৈচাকমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি শিশুকে
নাকাপা বাজারের মো: ইকবাল (৩২) নামে এক হাতুড়ে ডাক্তার ধর্ষণ চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ
পাওয়া গেছে।
জানা যায়, দু’তিন ধরে অসুস্থ
ঐ শিশুটিকে চিকিৎসা
করাতে তার পিতা লয়চান ত্রিপুরা আজ ২২ নভেম্বর শুক্রবার সকালে স্থানীয়
নাকাপা বাজারে মনু ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু এ সময় মনু ডাক্তার চেম্বারে না
থাকায় তিনি তার অসুস্থ মেয়েকে নিয়ে মো: ইকবাল নামে এক হাতুড়ে ডাক্তারের কাছে গেলে মো: ইকবাল তাকে (শিশুটির বাবাকে)
চেম্বারের বাইরে রেখে চিকিৎসা করানোর নামে শিশুটিকে চেম্বারের ভিতর নিয়ে গিয়ে
মুখ চেপে ধরে তার গায়ের জামা-প্যান্ট খুলে দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি
কোন রকমে চিৎকার দিলে লম্পট ইকবাল তাকে তড়িঘড়ি করে ছেড়ে দেয়।
পরে মেয়েটির মাধ্যমে এ ঘটনা জানাজানি হলে বাঙালি ও পাহাড়ি মুরুব্বীরা মিলে এক সালিশ বৈঠকে
লম্পট ইকবালকে দোষী সাব্যস্ত করে তার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ঘটনা
মীমাংসা (ধামাচাপা) করে দেয়া হয়েছে বলে জানা গেছে। ফলে এ ঘটনায় থানায়ও কোন অভিযোগ দায়ের করা হয়নি।
----