মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

রাঙামাটির কাউখালীতে সেনাবাহিনী কর্তৃক দুই পাহাড়ি যুবক আটক

সিএইচটি নিউজ বাংলা, ২৬ নভেম্বর ২০১৩, মঙ্গলবার
 
কাউখালী প্রতিনিধি: রাঙামাটির কাউখালী উপজেলার উল্লো এলাকা থেকে আজ ২৬ নভেম্বর মঙ্গলবার বিকালে সেনাবাহিনী দুই পাহাড়ি যুবককে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। আটককৃতরা হলেন- বামে উল্লো গ্রামের মৃত শুভদেব চাকমার ছেলে শ্যামল চাকমা(২০) ও ডানে উল্লো গ্রামের রনজি চাকমার ছেলে শান্তি বিকাশ চাকমা(২৭)।

সূত্র জানায়, মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার সময় শ্যামল চাকমা ও শান্তি বিকাশ চাকমা কাজ শেষে বাড়ি ফেরার পথে ঘাগড়া ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো: কাওসার-এর নেতৃত্বে একদল সেনা তাদের আটক করে স্থানীয় ব্যাটেলিয়ন ক্যাম্পে নিয়ে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা ব্যাটেলিয়ান ক্যাম্পে গিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও সেনারা তাদের ছেড়ে দেয়নি। এরপর সন্ধ্যায় তাদেরকে ২টি গাদা বন্দুক গুঁজে দিয়ে কাউখালী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।