সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩

গুইমারায় পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ

সিএইচটি নিউজ বাংলা, ১৮ নভেম্বর ২০১৩, সোমবার


গুইমারা : নেতা-কর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি।

আজ ১৮ নভেম্বর সোমবার বেলা ২টায় গুইমারা টাউন হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুইমারা বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করে।

পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা থানা শাখার সভাপতি চিত্রজ্যোতি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আপ্রু মারমা ও পিসিপি’র মাটিরাঙ্গা কলেজ শাখার সভাপতি প্রবীর ত্রিপুরা।  পিসিপি’র গুইমারা থানা শাখার সহ সাধারণ সম্পাদক পুষ্প কুসুম চাকমা সমাবেশ পরিচালনা করেন।

বক্তারা পার্বত্য চট্টগ্রামে ন্যায়সঙ্গত আন্দোলনকে বাধাগ্রস্ত করে নেতা-কর্মীদের হয়রানি করার উদ্দেশ্যে সরকার নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বক্তারা বলেন, বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়ে পাহাড়ি জনগণের সাথে প্রতারণা করেছে। আবারো পাহাড়িদের প্রতারণার ফাঁদে ফেলে ফায়দা লুটার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়িতে এসেছেন।

বক্তারা অবিলম্বে নেতা-কর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর খাগড়াছড়িতে পিসিপি’র ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগে পুলিশ খাগড়াছড়ি সদর থানা সহ বিভিন্ন থানায় ইউপিডিএফ ও পিসিপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করে।