সিএইচটি নিউজ বাংলা, ২৪ নভেম্বর ২০১৩, রবিবার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজারে
আগামীকাল সোমবার ২৫ নভেম্বর সকালে অবস্থান সমাবেশ করবে
পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, সাজেক নারী সমাজ ও সাজেক ভূমি রক্ষা কমিটি
।
সদ্য প্রতিষ্ঠিত সাজেক থানা প্রত্যাহার, সাজেক ভুমি রক্ষার আন্দোলনকারীদের নামে হয়রানীমুলক মামলা প্রত্যাহার ও পর্যটনকেন্দ্র স্থাপনের নামে জুম্ম উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধের দাবিতে উক্ত ৪ সংঠন এই অবস্থান সমাবেশের ঘোষণা করেছে।