রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩

সাজেকে আগামীকাল অবস্থান সমাবেশ করবে ৪ সংগঠন

সিএইচটি নিউজ বাংলা, ২৪ নভেম্বর ২০১৩, রবিবার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজারে আগামীকাল সোমবার ২৫ নভেম্বর সকালে অবস্থান সমাবেশ করবে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, সাজেক নারী সমাজ ও সাজেক ভূমি রক্ষা কমিটি ।

সদ্য প্রতিষ্ঠিত সাজেক থানা প্রত্যাহার, সাজেক ভুমি রক্ষার আন্দোলনকারীদের নামে হয়রানীমুলক মামলা প্রত্যাহার ও পর্যটনকেন্দ্র স্থাপনের নামে জুম্ম উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধের দাবিতে উক্ত ৪ সংঠন এই অবস্থান সমাবেশের ঘোষণা করেছে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী মাজলঙে অবস্থিত পুলিশ ফাঁড়িকে সাজেক থানা হিসেবে উদ্বোধন করেন। এদিন থানা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে সাজেক এলাকার জনগণ স্বতঃস্ফুর্তভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর  ১৬ নভেম্বর পুলিশ সাজেক নারী সমাজ ও সাজেক ভূমি রক্ষা কমিটির নেতা-কর্মীদের বিরুদ্ধে সাজেক থানায় একটি মামলা দায়ের করে।