সিএইচটি নিউজ বাংলা, ৬
অক্টোবর ২০১৩, রবিবার
বাঘাইছড়ি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার
সাজেক ইউনিয়নের আট নম্বর গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে অপহৃত গ্রাম প্রধান হুলোমনি
চাকমাকে ছেড়ে দিয়েছে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা। গতকাল শনিবার সন্ধ্যার দিকে শয়নছড়া
এলাকা থেকে তাকে ছেড়ে দেয়া হলেও আজ রবিবার দুপুরে তিনি নিজ বাড়িতে এসে পৌঁছেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
অপরদিকে, তুলবানের সুমন চাকমা, লাল বরণ চাকমা ও উদয়ন চাকমাকেও আজ বিকালের দিকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
------