সিএইচটি নিউজ বাংলা, ২
অক্টোবর ২০১৩, বুধবার
খাগড়াছড়ির রামগড় উপজেলার
ওয়াকছড়ির বটতলায় আজ ২ অক্টোবর বুধবার ইউপিডিএফ কেন্দ্রীয় নেতা শহীদ রুইখই মারমার ৪র্থ
মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপিডিএফ-এর স্থানীয় ইউনিট এ স্মরণ
সভার আয়োজন করে।
স্মরণ সভায় নিঅং মারমার
সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক আপ্রু
মারমা ও ইউপিডিএফ নেতা অংসাচিং মারমা। আপ্রুসি মারমা সভা পরিচালনা করেন।
বক্তারা বলেন, রুইখই মারমা
পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত-নির্যাতিত অধিকারহারা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে
একজন বলিষ্ট নেতৃত্বের সারিতে ছিলেন। ভূমি বেদখল, সেনা নির্যাতন সহ সরকারের গণবিরোধী
নীতির বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন।
বক্তারা আরো বলেন, রুইখই
মারমাকে হত্যার ৪ বছর অতিক্রান্ত হলেও সেনা-সন্তু মদদপুষ্ট হত্যাকারী দুর্বত্তরা এখনো
প্রশাসনের নাকের ডগায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে। বোরকা পার্টি নামে এই দুর্বত্তদের অত্যাচারে
লক্ষীছড়ি ও মানিকছড়ি এলাকার জনগণ অতিষ্ট হলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ
করছে না। ফলে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
বক্তারা রুইখই মারমার হত্যাকারী
চিহ্নিত দুর্বৃত্তদের গ্রেফতার ও তাদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার দাবি জানান।