বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৩

গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার ৩য় সম্মেলন আগামীকাল

সিএইচটি নিউজ বাংলা, ১০ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার

গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহাহনগর শাখার ৩য় সম্মেলন আগামীকাল ১১ অক্টোবর নগরীর চেরাগী পাহাড়স্থ ইসলামাবাদী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন সকাল ১০টায় শুরু হয়ে সারাদিন ধরে চলবে। বিকালে এক মিছিলের আয়োজন করা হবে।

এবারের ৩য় সম্মেলনের প্রতিপাদ্য শ্লোগান হচ্ছে- তারুণ্যের হৃদয়ে দ্রোহের আগুন জ্বালো- প্রতিক্রিয়ার দুর্গে আঘাত হানো।
সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অবস্থানরত পার্বত্য চট্টগ্রামের  জনগণ ও যুব সমাজ স্বতস্ফূর্তভাবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে জাতীয় মুক্তি কাউন্সিল ও ইউপিডিএফএর নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত থাকবেন ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক কমিটির চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ হোসেন খান।

গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।