শুক্রবার, ৩১ মে, ২০১৩

মানিকছড়িতে পিসিপি’র ইউনিয়ন শাখা গঠিত

সিএইচটি নিউজ বাংলা, ৩১ মে ২০১৩, শুক্রবার

মানিকছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর শাখা কমিটি গঠন করা হয়েছে। ২৯ সদস্য বিশিষ্ট কমিটিতে হ্লাথোয়াইঅং মারমাকে সভাপতি, নিঅংগ্য মারমাকে সাধারণ সম্পাদক এবং মংশেপ্রু মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আজ ৩১ মে শুক্রবার বেলা পৌনে ৩টার সময় মানিকছড়ি এলাকার বটতলী গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অংকন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর মানিকছড়ি এলাকার প্রতিনিধি শৈল এবং নিয়ন মারমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক শিখা চাকমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন পিসিপি’র খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার সদস্য রিয়েল ত্রিপুরা এবং অনুষ্ঠান পরিচালনা করেন পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রজেন্টু চাকমা।