দিঘীনালা: “নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনে সামিল হোন” এই শ্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের নারী সমাজের
প্রতিনিধিত্বকারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন-এর দিঘীনালা থানা শাখার ২য় কাউন্সিল আজ
৩১ মে শুক্রবার সম্পন্ন হয়েছে। কাউন্সিল শেষে ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন
করা হয়।
কাউন্সিল উপলক্ষে আজ শুক্রবার
সকাল সাড়ে ১০টায় দিঘীনালা উপজেলা সদরের মাইনী রিসোর্ট সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়।
মেনাকী চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
চয়ন বিকাশ চাকমা, ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা উপজেলা
ইউনিটের সংগঠক স্বপন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা,
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা
থানা শাখার সভাপতি অংকন চাকমা প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডেইজী চাকমা ও সভা
পরিচালনা করেন এন্টি চাকমা।
সভা শুরুতে চম্পা চাকমা
শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন।
-----