মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে চারদিন ব্যাপী অনুষ্ঠামালা শুরু

সিএইচটি নিউজ বাংলা, ৯ এপ্রিল ২০১৩, মঙ্গলবার
পার্বত্য চট্টগ্রামের ঐতিহব্যাহী মহান সামাজিক উ
সব বৈসাবি (বৈসু-সাংগ্রাই-বিজু) উপলক্ষে খাগড়াছড়িতে চারদিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। আজ ৯ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় স্বনির্ভর মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ির বিশিষ্ট মুরুব্বী প্রবীণ শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসা।

এরপর বিশিষ্ট মুরুব্বী কংচাইরী মাষ্টার মারমা সম্প্রদায়ের “ধ” খেলা দিয়ে তিনদিন ব্যাপী খেলাধুলার উদ্বোধন করেন।


অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ৯, ১০ ও ১১ এপ্রিল তিনদিন ব্যাপী পাহাড়িদের ঐতিহ্যবাহী খেলাধুলা, বলিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১২ এপ্রিল ভোর ৫টায় চেঙ্গী নদীতে ফুল ভাসানো ও সকাল ৮টায় বর্ণাঢ্য বৈসাবি শোভাযাত্রা।

তিনদিন ব্যাপী খেলাধুলার পাশাপাশি সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠির পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৈসাবি উদযাপনের লক্ষে গঠিত সর্বজনীন বৈসাবি উদযাপন কমিটি চারদিন ব্যাপী এ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

--------