সিএইচটি নিউজ বাংলা, ৩
মার্চ ২০১৩, রবিবার
খাগড়াছড়ির মানিকছড়ি
উপজেলার দোজরী গ্রাম থেকে আজ ৩ মার্চ রবিবার সেনা-সন্তু মদদপুষ্ট বোরকা
সন্ত্রাসীরা গ্রাম প্রধান (কার্বারী) চমক্যা চাকমার(৪৬) পরিবারবর্গকে নিজ বাড়ি
থেকে উচ্ছেদ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, বেশ কয়েকদিন
ধরে বোরকা সন্ত্রাসীরা চমক্যা চাকমাকে হুমকি দিয়ে আসছিলো। সর্বশেষ গতকাল শনিবার
সন্ত্রাসীরা তাকে তাদের সাথে দেখা করার জন্য ফোনে নির্দেশ দেয়। ফলে চমক্যা চাকমা
ভয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হন।
এরপর আজ রবিবার ভোর
৬টার সময় একদল সশস্ত্র বোরকা সন্ত্রাসী চমক্যা চাকমার বাড়িতে গিয়ে হানা দেয়।
সন্ত্রাসীরা চমক্যা চাকমার স্ত্রী-সন্তানদেরকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়।
তবে এ সময় চমক্যা চাকমা বাড়িতে ছিলেন না। বর্তমানে তারা আত্মীয়ের বাড়ীতে অবস্থান করছেন।
খোঁজ নিয়ে আরো জানা
গেছে, মাইজ ভান্ডার শরীফের নামে ভূমি দস্যু মো: জামাল কর্তৃক দোজরী গ্রামে
পাহাড়িদের ৬০ একরের মত জায়গা বেদখল প্রক্রিয়া চলছে। জায়গার নাম পরিবর্তন করে দেয়া
সহ নানা প্রলোভন দেখিয়ে মো: জামাল স্থানীয় পাহাড়িদের দখলীয় জায়গা হাতিয়ে নিতে মরিয়া
হয়ে উঠেছে। চমক্যা চাকমা এতে প্রতিবাদ করায় ভূমি দস্যু মো: জামাল মোটা অংকের টাকা
দিয়ে বোরকা সন্ত্রাসীদের ব্যবহার করে তাকে নিজ বাড়ি থেকে উচ্ছেদ করেছে বলে ধারণা
করা হচ্ছে। এর আগে গত বছর ডিসেম্বরে এই বোরকা সন্ত্রাসীরা ইউপিডিএফ-এর ৪ কর্মী
পরিবারকে উচ্ছেদ করেছিলো।