সিএইচটি নিউজ বাংলা, ১৪
মার্চ ২০১৩, বৃহস্পতিবার
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার
মরাকইলা গ্রাম থেকে আজ ১৪ মার্চ বৃহস্পতিবার ভোররাত ৩টার সময় সেনা-সন্তু মদদপুষ্ট বোরকা
সন্ত্রাসী কর্তৃক এক নিরীহ ব্যক্তি অপহৃত হয়েছেন। তার নাম মোহন চাকমা(৪৫) পিতা-জগৎ সেন চাকমা।
জানা যায়, মানিকছড়ি উপজেলার
সুদুরখীল হয়ে জীপগাড়ি যোগে বোরকা সন্ত্রাসীরা আজ বৃহস্পতিবার ভোররাত ৩টায় মরাকইলা গ্রামের
বাসিন্দা মোহন চাকমার বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীরা তাকে ঘুম থেকে তুলে অপহরণ করে নিয়ে
যায়। অপহরণের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কি কারণে তাকে অপহরণ করা হয়েছে তা
জানা যায়নি।
উলেস্নখ্য, দীর্ঘদিন ধরে
বোরকা সন্ত্রাসীরা সেনাবাহিনী ও সন্তু লারমার মদদে মানিকছড়ি ও ছড়ি এলাকায় খুন অপহরণ,
মুক্তিপণ আদায়, চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালিয়ে আসছে। তাদের হাতে এ পর্যন্ত
কমপক্ষে ৩৯ জন নিরীহ ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না
করায় তারা এসব অপকর্ম করতে উৎসাহিত
হচ্ছে।