সিএইচটি নিউজ বাংলা, ১৩ অক্টোবর ২০১২,
শনিবার
খাগড়াছড়ির দিঘীনালায় পার্বত্য চট্টগ্রামে
গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ ভরদ্বাস মুনির ২০তম শহীদবার্ষিকী যথাযোগ্য মর্যাদায়
পালিত হয়েছে।
আজ ১৩ অক্টোবর শনিবার সকাল ১০টায় র্যালী
সহকারে ভরদ্বাস মুনির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা
হয়। পাহাড়ি ছাত্র পরিষদে পক্ষ থেকে সুমান্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের পক্ষ থেকে রেমিন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের পক্ষ থেকে শিখা চাকমা ও ইউনাইটেড পিপল্স
ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর পক্ষ থেকে কিশোর চাকমা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ
করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ ভরদ্বাস মুনির স্মরণে এক মিনিট নীরবতা
পালন করা হয়। এরপর পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সহ সভাপতি অংকন
চাকমা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ভরদ্বাস মুনির আত্মত্যাগের প্রতি গভীর সম্মান
জানিয়ে তিনি বলেন, নিপীড়িত জনতার অধিকার আদায় না হওয়া পর্যন্ত শহীদদের রক্তের ঋণ
শোধ করা যাবে না। শহীদ ভরদ্বাস মুনির আত্মবলিদান কিছুতেই বৃথা যেতে পারে না।
তিনি ভরদ্বাস মুনির আত্মবলিদানকে সার্থক করার
জন্য পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করার আহ্বান
জানান।
এছাড়া আজ সন্ধ্যায় শহীদ বেদীতে হাজার প্রদীপ
প্রজ্জ্বলন করা হবে।
উল্লেখ্য, বিগত ১৯৯২ সালের ১৩
অক্টোবর পাহাড়ি ছাত্র পরিষদের আহুত শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ করতে এসে দিঘীনালার
থানা বাজার এলাকায় সেনাবাহিনী ও সেটলারদের যৌথ হামলায় ভরদ্বাস মুনি চাকমা শহীদ হন।