সিএইচটি নিউজ বাংলা, ১৪ অক্টোবর ২০১২, রবিবার
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে পুলিশ কর্তৃক আটক মাটিরাঙ্গা কলেজের
দুই ছাত্র পঙ্কজ ত্রিপুরা (১৮) ও নিপন ত্রিপুরার(১৭) নিঃশর্ত মুক্তি ও মিথ্যা
মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ির তিন উপজেলা মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি সহ
খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। পাহাড়ি
ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখা এ অবরোধ কর্মসূচি
পালন করছে।
অবরোধের কারণে উপজেলাগুলোতে আভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল
বন্ধ রয়েছে। খাগড়াছড়ি থেকেও ঢাকা-চট্টগ্রামে কোন বাস ছেড়ে যায়নি। এ রিপোর্ট
লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৮টা) অপ্রীতিকার কোন ঘটনার খবর পাওয়া যায়নি।