সিএইচটি নিউজ বাংলা, ১২ অক্টোবর ২০১২,
শুক্রবার
মাটিরাঙ্গা থেকে গত ১০ অক্টোবর পুলিশ কর্তৃক
আটক দুই কলেজ ছাত্রকে শনিবারের মধ্যে মুক্তি দেওয়া না হলে আগামী ১৪ অক্টোবর রবিবার
মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি উপজেলা সহ খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে
সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম
পাহাড়ি ছাত্র পরিষদ। 
মাটিরাঙ্গা কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র পঙ্কজ ত্রিপুরা(১৮) ও নিপন
ত্রিপুরাকে (১৭) আটক করার প্রতিবাদে এবং তাদের অবিলম্বে মুক্তির দাবিতে
পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর মাটিরাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে গুঁইমারায় স্কুলগেট এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ
থেকে এ ঘোষণা দেওয়া হয়।
আজ ১২ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় গুইমারা
স্কুল গেটের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য
রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা
শাখার আহ্বায়ক পঞ্চসেন ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক
সম্পাদক প্রবীর ত্রিপুরা।
সমাবেশে বক্তারা বলেন, পুলিশ বিনা কারণে নিরপরাধ দুই কলেজ ছাত্রকে আটক করে মিথ্যা মামলা
দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। আটককৃতরা দু’জনই মাটিরাঙ্গা কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র। তারা কোন অন্যায় কাজে
জড়িত ছিলেন না।
বক্তারা অবিলম্বে আটক দুই কলেজছাত্রকে
নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
সমাবেশের আগে গুইমারা স্কুলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুইমারা
বাজার ঘুরে আবার স্কুল গেটে শেষ হয়।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর দুপুর
১২টার সময় মাটিরাঙ্গা উপজেলাধীন বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকা থেকে পুলিশ বিনাকারণে উক্ত
দুই কলেজ ছাত্রকে আটক করে। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে মাটিরাঙ্গা থানা থেকে খাগড়াছড়ি জেল
হাজতে পাঠানো হয়েছে।