সিএইচটি নিউজ বাংলা, ১ অক্টোবর ২০১২, সোমবার
গত ২২ সেপ্টেম্বর রাঙামাটি শহরে জুম্মদের উপর বাঙালি সেটলারদের
হামলা ও পার্বত্য চট্টগ্রামের জুম্মদের উপর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে
কোরিয়াস্থ প্রবাসী জুম্মদের সংগঠন জুম্ম
পিপলস নেটওয়ার্ক কোরিয়া(JPNK)
আগামীকাল ২ অক্টোবর সিউলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সিউলে অবস্থিত বাংলাদেশ
দূতাবাসের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জুম্ম পিপলস নেটওয়ার্কের তথ্য ও
প্রচার বিভাগ থেকে ই-মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলন শেষে জুম্ম পিপলস নেটওয়ার্ক কোরিয়ার নেতৃবৃন্দ বাংলাদেশের
প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি পেশ করবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়।