সিএইচটি নিউজ বাংলা, ২০ সেপ্টেম্বর ২০১২, বৃহস্পতিবার
খাগড়াছড়ির দিঘীনালার উপজেলার কামক্যাছড়ায় জেএসএস
সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ-এর দুই সদস্য নিহত হয়েছে। নিহত ইউপিডিএফ সদস্যের নাম বৈটাং খিয়াং (১৮) ও রমেশ চাকমা (১৭) । আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা কামক্যা ছড়ায় একটি বাড়িতে ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে
সশস্ত্র হামলা চালায়। এ সময় ইউপিডিএফ সদস্যরা ভাত খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই ইউপিডিএফ’র উক্ত দুই সদস্য নিহত হয়। সন্ত্রাসীরা তাদের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ টি গুলির খোসা ও দু'জনের লাশ উদ্ধার করেছে।