সিএইচটি নিউজ বাংলা, ৬ সেপ্টেম্বর ২০১২, বৃহস্পতিবার
সেনাবাহিনী কর্তৃক পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর উচ্চ
বিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সোহেল চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে ও তাকে নিঃশর্ত
মুক্তির দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের ডাকে আজ বৃহস্পতিবার নান্যাচর উপজেলায়
সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। অবরোধের কারণে উপজেলায় সকল প্রকার যান চলাচল
বন্ধ রয়েছে। অবরোধ চলাকালে এখনো পর্যন্ত (সকালে সাড়ে ১১টা) অপ্রীতিকর কোন ঘটনার
খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতকাল বুধবার দুপুর ১২টার সময় ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা
দিবস উপলক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে কূপনের মাধ্যমে
অর্থ সংগ্রহের সময় সেনাবাহিনী নান্যাচর বাজার থেকে পাহাড়ি ছাত্র পরিষদের কর্মী
সোহেল চাকমা, প্রশান্ত চাকমা ও সুপায়ন চাকমাকে গ্রেফতার করে। পরে জোন থেকে সুপায়ন
চাকমা ও প্রশান্ত চাকমাকে ছেড়ে দিলেও সোহেল চাকমাকে থানায় হস্তান্তর করা হয়। এ
ঘটনার প্রতিবাদে এবং সোহেল চাকমার নিঃশর্ত মুক্তির দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ এ
সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।