মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১২

দিঘীনালায় সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারী ধর্ষিত


সিএইচটি নিউজ বাংলা, ১৮ সেপ্টেম্বর ২০১২, মঙ্গলবার
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার কবাখালী ইউনিয়নের নালকাটা গ্রামে এক পাহাড়ি নারী (২৫) সেটলার বাঙালি কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে

জানা যায়, আজ ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে বাড়ির পাশ্ববর্তী টিলায় গরু আনতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই ইউনিয়নের উত্তর মিলনপুর গ্রামের মো: গফুর আলী পিসির ছেলে মো: আজাহার(২৫) পিছন দিক থেকে গিয়ে ঐ নারীকে হঠাৎ ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়পরে তার স্বামী অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করেতাকে প্রথমে দিঘীনালা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হলে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দিঘীনালা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।