মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

কাপ্তাইয়ে সেনা সদস্যের বিরুদ্ধে পাহাড়ি কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সিএইচটি নিউজ বাংলা, ১১ সেপ্টেম্বর ২০১২, মঙ্গলবার
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ছুটিতে আসা সেনাবাহিনীর এক সদস্যের বিরুদ্ধে এক পাহাড়ি কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছেওই সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) রাঙামাটি শহরে সংবাদ সম্মেলন করেছে
সংবাদ সম্মেলনে বিএমএসসি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উথান মারমা লিখিত বক্তব্যে বলেন, কাপ্তাই উপজেলা সদরের বরইছড়ি কর্ণফুলী কলেজ গেট এলাকায় তিনজন পাহাড়ি ছাত্রী ভাড়া বাসায় থাকেননিরাপত্তা বাহিনীতে কর্মরত ওই এলাকার মোহাম্মদ আবু ইউসুফ গত শনিবার রাত দেড়টার দিকে বাড়ির বেড়া কেটে ছাত্রীদের ভাড়া বাসায় ঢোকেনএ সময় তিনি এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালানপরে সেখান থেকে তুলে নেওয়ারও চেষ্টা করেনএই অবস্থায় ছাত্রীটির চিকারে তাঁর সহপাঠী ও আশপাশের লোকজন সেখানে গেলে আবু ইউসুফ পালিয়ে যানতিনি বর্তমান কর্মস্থল খাগড়াছড়ি থেকে ছুটিতে বাড়িতে আসেন
তিনি আরও বলেন, গত রোববার সকালে ছাত্রীটি সহপাঠীদের সহযোগিতায় কাপ্তাই থানায় আবু ইউসুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেনসংবাদ সমেঞ্চলনে আরও উপস্থিত ছিলেন বিএমএসসির রাঙামাটি জেলা শাখার সভাপতি উনুচিং মারমা, সাধারণ সম্পাদক সাথোয়াই অং মারমা, কাপ্তাই উপজেলা শাখার সভাপতি উসুইচিং মারমা
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন ছাত্রী লাঞ্ছিত করার ঘটনায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেনতিনি বলেন, আবু ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছেপরে তাঁদের আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আবু ইউসুফকে নিরাপত্তা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে
সূত্র: (প্রথম আলো, ১১ সেপ্টেম্বর ২০১২, http://www.prothom-alo.com/detail/date/2012-09-11/news/288298)