শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

চট্টগ্রামের বন্দরে ডিওয়াইএফ সদস্যের ওপর সন্তু গ্রুপের সন্ত্রাসী হামলা


সিএইচটি নিউজ বাংলা, ১৫ সেপ্টেম্বর ২০১২, শনিবার
চট্টগ্রামের বন্দরে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা গণতান্ত্রিক যুব ফোরামের কয়েকজন সদস্যকে অপহরণের পর শারিরীরিক নির্যাতন চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, গতকাল ১৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার দিকে সিকু, বকুল ও সুমনের নেতৃত্বে সন্তু গ্রুপের ৮-১০ জন সন্ত্রাসী চট্টগ্রামের বন্দর থানায় ব্যারিস্টার কলেজ এলাকার একটি বাড়ি থেকে ইউপিডিএফ-ভুক্ত গণতান্ত্রিক যুব ফোরামের সক্রিয় সদস্য রূপান্তর চাকমা, মনি চাকমা, নিকু চাকমা ও রিতেন চাকমাকে জোরপূর্বক অপহরণ করে একই এলাকায় অবিস্থত তাদের আস্তানা আম্বিয়া ভবনে নিয়ে যায়

সেখানে সন্ত্রাসীরা তাদের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালায় ও প্রত্যেকের মোবাইল ফোন কেড়ে নেয়এছাড়া আগামী ১০ দিনের মধ্যে প্রত্যেকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা না দিলে আবারো হামলা করা হবে বলে সন্তু গ্রুপের সদস্যরা হুমকি দেয়

মারধরের শিকার ডিওয়াইএফ সদস্যরা সবাই সিইপিজেডে চাকুরী করছেনগত কয়েকদিন আগে তারা গণতান্ত্রিক যুব ফোরামের ব্যারিস্টার কলেজ শাখা গঠন করেনসেই পর থেকে সন্তু গ্রুপের লোকজন তাদেরকে হুমকি দিয়ে আসছিল

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তিন মাস আগে পুলিশের উপস্থিতিতে স্বারিত সমঝোতা চুক্তি লঙ্ঘন করে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সুপ্রীম চাকমাসহ ওই সংগঠনের ৫ নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছিল

গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা ও সাধারণ সম্পাদক মাইকেল চাকমা আজ এক যুক্ত বিবৃতিতে উক্ত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেনঅবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানিয়ে তারা বলেন, এভাবে বার বার হামলা সত্বেও মাদক-সেবনসহ বিভিন্ন অপকর্মে জড়িত এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার কারণে বন্দরে বসবাসরত পাহাড়িদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ঘনিভূত হচ্ছে